Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৮

মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে জাতি সংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সাক্ষাত


প্রকাশন তারিখ : 2018-05-09

ঢাকা, ০৮ মে, ২০১৮ 

আজ সকালে জাতি সংঘ মহাসচিবের   সেক্সুয়াল  ভায়োলেন্স ইন কনফ্লিক্ট সংক্রান্ত  বিশেষ প্রতিনিধি  মিজ  প্রমীলা পাটেল  (Ms. Promila Patten) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় তারা  রোহিঙ্গা ইস্যু নিয়ে  বিস্তারিত আলোচনা করেন। এই সময় প্রতিমন্ত্রী  বলেন  রোহিঙ্গা নারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা প্রদানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।  মন্ত্রণালয় থেকে  নারীদের  জন্য হাইজিন কিটস প্রদান করা হচ্ছে। ১০টি ট্রমা কাউন্সিলিং সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে নারীদের  কাউন্সিলিং করা হয়। শিশুদের জন্য স্থাপন করা হয়েছে চাইল্ড ফ্রেন্ডলি স্পেস। 


মিজ প্রমীলা রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রায় প্রদান এবং তাদের কল্যানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  বিভিন্ন  উদ্যোগের  প্রশংসা করেন।  তিনি  রোহিঙ্গা নারীদের উপর  অমানসিক নির্যাতন  ও সহিংসতার তীব্র নিন্দা জানান।  তিনি বলেন  রোহিঙ্গা নারীরা ট্রমায় ভূগছে।  তারা তাদের সব হারিয়েছে। তাদের কাউন্সিলিং করা খুবই জরুরী।

 


        ( মোহাম্মদ আবুল খায়ের )
        জনসংযোগ কর্মকর্তা
           মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
       ফোন ঃ ৯৫৪৫২২৫, মোবাইল ঃ ০১৭১৬-০৬৬৮৮৮।