Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০১৮

প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে ----মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি


প্রকাশন তারিখ : 2018-01-21

কক্সবাজার, ২০ জানুয়ারি ২০১৮

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, প্রকল্পের কাজ যথাযথ এবং স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার জন্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিতে হবে। তাহলে সুবিধাভোগী নির্বাচনে স্থানীয় প্রতিনিধিরা সহায়তা করতে পারবেন। প্রকল্প সুবিধা কোন ধরণের মহিলারা প্রাপ্য সেইটা স্থানীয় প্রতিনিধিরা ভাল বুঝবেন এবং প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে কিনা তা স্থানীয় প্রতিনিধিরা মূল্যায়ন করতে পারবেন। তিনি আজ বিকেলে কক্সবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় মহিলা সংস্থার উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কক্সবাজার জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদ এর সভাপতিত্বে পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা বেগম, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (৩য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, তথ্য আপা প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব মীনা পারভীন, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের পরিচালক সরকারের যুগ্ম সচিব নুরম্নন্নাহার হেনা, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন এবং জেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের পরিচালক জি এম নজমুল হোসেন খান প্রমূখ।

 

প্রতিমন্ত্রী প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যে বলেন নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নানামূখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আর এই কার্যক্রম বাস্তবায়নের তদারকি করছেন আপনারা। আপনারা সঠিকভাবে সুবিধাভোগী নির্বাচন করবেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিবেন। কোন রকমের গাফলতি আমি সহ্য করবো না। উলেস্নখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলাদের আত্মনির্ভরশীল করার জন্যে নানামূখী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্যাটারিং, মোবাইল সার্ভিসিং, মাশরুম চাষ, মৌমাছি চাষ, বিজনেজ ম্যানেজমেন্ট, মোমবাতি তৈরী, ব্লকবাটিক, হ্যান্ডলোম প্রভৃতি। প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াত বাবদ ভাতা প্রদান করছে। ক্ষেত্র বিশেষে প্রশিক্ষণার্থিদের চাকরির ব্যবস্থা করছে।

 

 

(মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

মোবাইলঃ ০১৭১৬০৬৬৮৮৮