Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৭

উদ্ভাবন, কর্মপরিকল্পনা ও আইডিয়া

                     নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগের তালিকা ডাউনলোড করতে নীচের বাটনে ক্লিক করুন



আপনার উদ্ভাবনী আইডিয়া প্রেরণ করুন এই ঠিকানায়ঃ mowcainnovation@gmail.com

ইনোভেশন আইডিয়াসমূহ

আইডিয়া-১

 “দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা” প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়। এই প্রক্রিয়াটি বর্তমানে ম্যানুয়ালী সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হলে অর্থাৎ দরিদ্র মা’র জন্য মার্তৃকাল ভাতা মঞ্জুরীর আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা হলে প্রক্রিয়াটি আরও গতিশীল হবে।

আইডিয়া-২

মন্ত্রণালয়ের সকল প্রশিক্ষণসমূহের সুষ্ঠু পর্যবেক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ বাতায়ন তৈরী।

আইডিয়া-৩

তথ্য প্রযুক্তির প্রসারের লক্ষ্যে দেশের সকল রেলষ্টেশনগুলোতে ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস প্রদান করা যেতে পারে।

আইডিয়া-৪

 সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের পর অবসর ভাতা/আনুতোষিক বিষয়াদি অন-লাইনে নিস্পত্তি করে ইএফটি এর মাধ্যমে প্রেরণের ব্যবস্থা করা যেতে পারে।

আইডিয়া-৫

মন্ত্রণালয়ের সকল প্রকল্পসমূহের কার্যক্রম সুষ্ঠু পর্যবেক্ষণের লক্ষ্যে ই-মনিটরিং সিষ্টেম চালু।

আইডিয়া-৬

এপিএ বাস্তবায়ন কৌসলে উদ্ভাবনী ব্যবস্থা (এপিএ চা)।

সমস্যাঃ এপিএ বাস্তবায়নের জন্য এপিএ কমিটির সভা এবং বিভিন্ন শাখার কর্মকর্তাদের বারবার তাগিদ প্রদানের ফলে বাস্তবায়নের বিষয়ে আপটুডেট থাকা সম্ভব হচ্ছিল না। হেন পরিস্থিতিতে এমন একটি পদ্ধতির কথা ভাবা হয় যাতে প্রত্যেকটি শাখা এপিএ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চালু রাখে। এমতাবস্থায় এমন একটি উদ্ভাবনী ব্যবস্থা বের করার বিষয়ে কমিটির সভাপতি মহোদয় চিন্তা করেন যে, এমন একটি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন যাতে প্রতিদিন এপিএ বিষয়ক কিছু কাজ সম্পন্ন হয়। এর প্রেক্ষিতে এপিএ কমিটির সিদ্ধান্ত নেয়া হয় যে, পরীক্ষামূলকভাবে প্রতিদিন এপিএ কমিটির সভাপতি মহোদয় এপিএ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট মাত্র একজন কর্মকর্তাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন  এবং এপিএ সংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নের জন্য তাগিদ প্রদান করবেন।

এই ব্যবস্থাটিতে দেখা গেল যে, এতে কর্মকর্তাদের অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম ও এপিএ বাস্তবায়নের লক্ষ্যে গতির সৃষ্টি হয়। এছাড়াও প্রতিদিনের আলোচনা রেকর্ড করা হয় ও সকলের স্বাক্ষর গ্রহণ করা হয়। পরবর্তী আলোচনাকালে এ রেকর্ড উপস্থাপিত হয় এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে অগ্রগতি ট্রাকিং ও অগ্রগতির বেঞ্চমার্ক করা সম্ভব হয়।

 


উদ্ভাবন কর্মপরিকল্পনা-২০১৭

Innovation Yearly Workplan-2017.pdf Innovation Yearly Workplan-2017.pdf