Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৫

জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই ------- উপদেষ্টা শারমীন এস মুরশিদ 


প্রকাশন তারিখ : 2024-12-29

ঢাকা ২৯শে ডিসেম্বর ২০২৪ 

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ  বলেছেন,  জয়িতা ফাউন্ডেশনের অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। জয়িতাকে নতুন বছরে নতুন করে সাজিয়ে তুলতে চাই।


তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নেরস এর ২৪ তম সভায় সভাপতিত্বে একথা বলেন।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয়ের ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জয়িতা ফাউন্ডেশন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নারী মুক্তির মহৎ স্বপ্নের নাম জয়িতা। দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নের ধারা গতিশীল করার লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পে নারী উদ্যোক্তা সমিতির অনুকূলে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

তিনি বলেন, জয়িতা ফাউন্ডেশন চলতি ২০২২- ২৩ অর্থবছর হতে বরাদ্দকৃত ৪৯.৯২ কোটি টাকা হতে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে এবং জয়িতা ফাউন্ডেশনে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তি নারী উদ্যোক্তা/ সমিতির নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান সহায়তা করে যাচ্ছে।

তিনি সভায় জয়িতা টাওয়ার নির্মাণ কাজের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জয়িতা ফাউন্ডেশন এর সার্বিক কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।


স্বাক্ষরিত 

মোঃ রফিকুল ইসলাম 

জনসংযোগ কর্মকর্তা 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 

বাংলাদেশ সচিবালয় ,ঢাকা। 

মোবাইল ০১৭১৮৭২৩৮১৫