Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২১

ডিজিটাল প্লাটফর্ম ফর অ্যাডোলসেন্ট

"ডিজিটাল প্লাটফর্ম ফর অ্যাডোলসেন্ট" অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করে কিশোর-কিশোরীরা তারা তাদের দৈনিক জীবন যাপনকে সহজতর করতে সক্ষম হয়েছে। অ্যাপ্লিকেশনের মধ্যে থাকা বিভিন্ন শিক্ষা উপকরণ যেমন জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ও পুষ্টি, জরুরি অবস্থা, ইত্যাদি থেকে তারা শিক্ষা নিতে পারছে এবং সেই সাথে যেকোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে পারছে। কিশোর-কিশোরীরা অ্যাপ্লিকেশনটির গ্রুপ চ্যাটে অংশগ্রহণের মাধ্যমে পরস্পরের সাথে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারছে। কিশোর-কিশোরীদের জীবন ব্যবস্থা আরও উন্নয়নের জন্য অ্যাপ্লিকেশনের জিআইএস (GIS) অপশনে তাদের  বিভাগ, জেলা, ক্লাব অনুযায়ী বিভিন্ন পরিষেবা, যেমন- ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র, থানা প্রভৃতি এর অবস্থান ও যোগাযোগের নম্বর   সংযুক্ত আছে, যার মাধ্যমে কিশোর-কিশোরীরা অনেক উপকৃত হচ্ছে। অ্যাপ্লিকেশনটির ইউ-রিপোর্ট বাংলাদেশ (U-Report Bangladesh) অপশনের মাধ্যমে কিশোর-কিশোরীরা বিভিন্ন বিষয়ে অন্যান্য কিশোর-কিশোরীদের মতামত দেখতে পারবে । এগুলোর পাশাপাশি কিশোর কিশোরীরা তাদের যেকোনো জরুরী অবস্থায় সাহায্য পেতে অ্যাপ্লিকেশন থেকে সরাসরি জাতীয় জরুরি সহায়তা নম্বরগুলো, যেমন- শিশু সুরক্ষা বিষয়ক হেল্পলাইন ১০৯৮, জাতীয় জরুরী হেল্পলাইন ৯৯৯ প্রভৃতিতে যোগাযোগ করতে পারছে ।


অ্যাপ্লিকেশনটি তৈরির কার্যক্রম শুরু হয়েছে  ১লা ফেব্রুয়ারি, ২০১৯ থেকে। অ্যাপ্লিকেশনটি তৈরির প্রথম পর্যায়ে ভোলা জেলার কিশোর-কিশোরীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ ও মতামত জানার জন্য অ্যাপ্লিকেশনটির কিছু ভিজুয়াল বা কাল্পনিক ডেমো দেখানো হয়েছে। সংগৃহীত তথ্য অনুযায়ী অ্যাপ্লিকেশনটির একটি বেটা ভার্সন (Beta Version) তৈরি করা হয় । কিশোর-কিশোরীদের গ্রহণযোগ্যতা পরীক্ষার জন্য রাইজআপ ল্যাবস এর সদস্যরা পুনরায় ভোলা জেলার ভোলা সদর উপজেলা এবং লালমোহন উপজেলার ১০৭ টি ক্লাবের কিশোর-কিশোরী পিয়ার লিডার (Peer Leader)-দের  প্রশিক্ষণ এবং পর্যবেক্ষণ করে । কিশোর-কিশোরীদের কাছ থেকে পুনরায় সংগৃহীত তথ্য থেকে অ্যাপটির বেশ কিছু বৈশিষ্ট্যগত এবং ভিজুয়াল পরিবর্তন আনা হয় এর সর্বশেষ ও চূড়ান্ত ভার্সনটিতে।

 

পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগ এবং রাইজআপ ল্যাবস থেকে গত ১০ই ডিসেম্বর, ২০১৯ এ "কিশোর-কিশোরীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম" এর জন্য ভোলা জেলায় একটি উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণের আয়োজন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম লতিফ,  ইউনিসেফ বাংলাদেশের সদস্য, স্থানীও এন.জি.ও সদস্য, রাইজআপ ল্যাবসের সদস্য, মিডিয়া সদস্য এবং ভোলা জেলার কিশোর কিশোরীরা। এই অনুষ্ঠানে ১০০ এর অধিক কিশোর-কিশোরীদেরকে অ্যাপটি ব্যাবহার করার প্রশিক্ষণ দেয়া হয়েছিল এবং তাদের মতামত নেয়া হয়েছিল। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোডর লিঙ্কঃ https://play.google.com/store/apps/details?id=com.riseuplabs.adolescentapp

কিশোর-কিশোরী অ্যাপটি শুধু ভোলা জেলার জন্য সীমাবদ্ধ থাকবে না, অ্যাপটি ভোলার বাইরে বিভিন্ন জেলার কিশোর-কিশোরীরাও সহজেই ব্যাবহার করতে পারবে। সেই সাথে বিভিন্ন এন.জি.ও থেকে কিশোর কিশোরীরা অ্যাপ এর প্রশিক্ষণ নিতে পারবে।