Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২১

ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)

বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালসমূহে অবস্থিত ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের একটী মূখ্য কর্মসূচি। নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সেবা একস্থান থেকে প্রদান করার ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে ওসিসি। প্রকল্পের পাইলট পর্বে ঢাকা (২০০১)ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (২০০২) এবং ১মপর্বে চট্টগ্রাম,সিলেট,বরিশাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২০০৬) ওসিসি স্থাপিত হয়েছে। প্রকল্পের ২য় পর্যায়ে রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে
(২০১১) দেশের ৭ম ও ৮ম ওসিসি প্রতিষ্ঠা করা হয়েছে। শুরু হতে নভেম্বর ২০১৩ পর্যন্ত ওসিসিসমূহ হতে মোট ১৮২২৩ জন নির্যাতনের শিকার নারী ও শিশুকে সেবা প্রদান করা হয়েছে।

ওসিসি প্রদত্ত সেবাঃ
(ক)স্বাস্থ্য সেবা
(খ)পুলিশী সহায়তা
(গ)ডিএনএ পরীক্ষা
(ঘ)সামাজিক সেবা
(ঙ)আইনী সহায়তা
(চ)মনোসামাজিক কাউন্সেলিং
(ছ)আশ্রয়সেবা