Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০১৫

শিশুদের শুদ্ধ বাংলা উচ্চারণ শিখানো খুবই জরুরী- নাছিমা বেগম এনডিসি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা, ০২ জুলাই ২০১৫ইং


প্রকাশন তারিখ : 2015-07-03

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি বলেছেন, আমরা অনেকেই উচ্চ পদে দায়িত্ব পালন করছি, কিন্তু শুদ্ধভাবে বাংলা বলতে পারি না এবং লিখতে গেলে বানান ভুল হয়। এইটা লজ্জাজনক ও দুঃখজনক। এই লজ্জা থেকে রেহাই পেতে হলে শিশু বয়স থেকে শুদ্ধভাবে বাংলা বলতে ও লিখতে জানতে হবে। বাংলা আমাদের মাতৃভাষা। শুদ্ধভাবে বাংলা লিখতে না পারা এই ভাষাকে অসম্মান করারই শামীল। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমীতে দুই দিন ব্যাপী বাংলা বানান শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীতে অধ্যায়নরত প্রায় ২০০ ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ দুই দিন ব্যাপী এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।  উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।

(মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোন ঃ ৯৫৪৫২২৫, মোবাইল ঃ ০১৭১৬-০৬৬৮৮৮