Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০১৬

শিক্ষার প্রসারের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী চুমকি, এমপি, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2016-10-01

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার মাধমে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে সরকার কাজ করছে। খাদ্যের বিনিময়ে শিক্ষা, বিনামুল্যে বই বিতরণ, বৃত্তিপ্রদানসহ বিভিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে। কোন শিশু যাতে অবহেলিত না থাকে, রাতে রাস্তায় না ঘুমায় সে বিষয়ে সরকার নানামূখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসনিক কার্যক্রম জোরদার করাসহ শিশু ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরী করা হচ্ছে। তবে এ বিষয়ে অভিভাবককেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।