Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০২০

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কার্ড ও শিশু খাদ্য বিতরণ


প্রকাশন তারিখ : 2020-07-21

Image may contain: 1 person, sitting

মাগুরা জেলায় মহম্মদপুর উপজেলায় মাতৃত্বকালীন ভাতা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার। সোমবার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ কার্ড বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় সচিব কাজী রওশন আক্তার বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার সর্ব্বোচ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে মাস্ক পরে স্বাস্থ বিধি মেনে সচেতনতার সাথে চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম করতে হবে। করোনা মুক্ত হয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে খাদ্যের অভাব হবেনা। এ সময় তিনি শিশুদের মাঝে হরলিকস, মৌসুমি ফল, ডিম ও পুষ্টিকর প্যাকেট বিস্কুট বিতরণ করেন। এ উপজেলায় চলতি অর্থ বছর ১৩৪৪ মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা জেলা মহিল বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জোহরা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী। মহম্মদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুষ্ঠান পরিচালনা করেন।