Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর - ১০ ডিসেম্বর)-২০২৪ পালন উপলক্ষে র‍্যালি


প্রকাশন তারিখ : 2024-12-01

 

ঢাকা, ১ ডিসেম্বর ২০২৪: 

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪  (২৫ নভেম্বর - ১০ ডিসেম্বর) পালন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মন্ত্রণালয়াধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন নারী সংগঠন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, এনজিও সমূহের সমন্বয়ে এক র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যালিটি উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।  র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন করা এখন সময়ের দাবি উল্লেখ করে বলেন, আমরা নির্যাতন মুক্ত সমাজ চাই, নির্যাতন মুক্ত দেশ চাই। তিনি বলেন, আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়ব। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য "নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি"। 

তিনি বলেন, ৪০ শতাংশ নারী সহিংসতা স্বীকার হচ্ছে, এ সহিংসতা দূর করতে হবে, নজরদারি বাড়াতে হবে ও গবেষণার জায়গায় নিয়ে আসতে হবে কিভাবে একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে পারি। তিনি বলেন, এজন্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান


স্বাক্ষরিত 

মোঃ রফিকুল ইসলাম 

জনসংযোগ কর্মকর্তা 

মহিলা ও  শিশু বিষয়ক মন্ত্রণালয় 

বাংলাদেশ সচিবালয় ,ঢাকা ।

মোবাইল: ০১৭১৮৭২৩৮১৫