দুঃস্থ মহিলাদের আত্ন-কর্মসংস্থান ও জীবনযাাত্রার মান উন্নয়নের লক্ষ্যে রাজস্ব বাজেটে ক্ষুদ্রঋণ তহবিল বাবদ সরকারের প্রাপ্তি সাপেক্ষে এই ঋণ কর্মসূচি ২০০৩-০৪ অর্থ বৎসরে শুরূ হয়েছে।
দুঃস্থ ও অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন ও আতম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশের অবহেলিত ও বঞ্চিত মহিলা জনগোষ্টির আত্মসচেতনতা বৃদ্ধি,তাদের অধিকার সংরক্ষণ ও উৎপাদনশীলতার দিক উন্মোচন করে তাদের আতম নির্ভরশীল করে গড়ে তোলা এ কার্যক্রমের প্রকৃত লক্ষ ও উদ্দেশ্য। তাছাড়া জীবনযাত্রার মান উন্নয়ন কল্পে স্যানিটারী ল্যাটিনের ব্যবহার, ছেলে-মেয়েদের স্কুলে প্রেরণ, জন্ম নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের টিকা ইনজেকশন প্রদান, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে সচেতন করা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ৬৪টি জেলার আওতাধীন ৪৮৮টি উপজেলায় মহিলাদের আতম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি যেমন- সেলাই মেশিন ক্রয়, গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা, মৎস্যচাষ, নার্সারী ইত্যাদি বিষয়ে ঋণ প্রদান করা হয়ে থাকে। ২০০৩-০৪ হতে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ঘূর্নায়মান হিসেবে ক্রম্পুঞ্জিভুত ভাবে মোট একশত চৌত্রিশ কোটী আট লক্ষ টাকা এবং মোট আদায় একশত দুই কোটি আটান্ন লক্ষ টাকা। উপকারভোগীর সংখ্যা ১৩২৯৯১ জন। আদায়ের হার = ৭৬.৫১%। বিস্তারিত তথ্যর জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে'র ওয়েব পোর্টাল ভিসিট করুন অথবা সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। ওয়েবসাইটের ঠিকানাঃ www.dwa.gov.bd
জাতীয় মহিলা সংস্থার ৫০টি উপজেলা এবং ৫৮টি জেলার সদর উপজেলা সহ মোট ১০৮ টি কার্যালয়ের মাধ্যমে মাথাপিছু ৫০০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত ঋন বিতরণ করা হচ্ছে। বিস্তারিত তথ্যর জন্য জাতীয় মহিলা সংস্থা'র ওয়েব পোর্টাল ভিসিট করুন অথবা সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। ওয়েবসাইটের ঠিকানাঃ www.jms.gov.bd