জাতীয় মহিলা সংস্থা কর্তৃক জুলাই ১৯৯৮ থেকে ডিসেম্বর ২০০৯ মেয়াদে বাস্তবায়িত ‘‘জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্স ’’শীর্ষক প্রকল্পের আওতায় ২০০৭ সালে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত কর্মজীবী মহিলাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়, ১৪৫, নিউ বেইলী রোড, ঢাকায় ২০০ শয্যা বিশিষ্ট একটি কর্মজীবী মহিলা হোষ্টেল চালু করা হয়। ২০১০ সালে সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এর স্মরণে হোষ্টেলটির নামকরণ করা হয়- ‘‘শহীদ আইভি রহমান কর্মজীবী মহিলা হোষ্টেল’’ রাজধানীর কেন্দ্রস্থলে মনোরম পরিবেশে অবস্থিত এই আবাসিক হোষ্টেলটি কর্মজীবী মহিলাদের সুলভে এবং নিরাপদে বসবাসের সুযোগ দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে হোষ্টেলের বোর্ডারের সংখ্যা গড়ে ১৯৬ জন।