Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০১৬

‘‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৬ এর বিশেষ বিধান কে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে’’- নাছিমা বেগম এনডিসি,সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2016-11-27

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এসডিসি বলেছেন বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৬ এর বিশেষ বিধান কে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন- আইনের বিশেষ বিধানে বলা আছে-শিশুর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশনা অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বিয়ের বয়স ১৮’র নিচে বিবেচনা করা যাবে। শিশুর সর্বোত্তম স্বার্থ বলতে কী বোঝানো হয়েছে তা বিধি প্রণয়নের মাধ্যমে স্পষ্ট করা হবে। বিধি প্রণয়নের ক্ষেত্রে সকলের মতামত নেওয়া হবে। তিনি নিশ্চিত করে বলেন-এই বিশেষ বিধানের কোন ভাবেই অপপ্রয়োগ করার সুযোগ নেই। শিশুর সর্বোত্তম স্বার্থে এবং বাল্য বিবাহের অভিশাপ থেকে দেশকে মুক্ত করার জন্যই এই আইনটি প্রণয়ন করা হয়েছে। কিন্তু সাধারণভঅবে ছেলের বিবাহের বয়স ২১ এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর রাখা হয়েছে। এই আইনটি অন্য যে কোন আইনের তুলনায় শক্তিশালী। এ আইনের মাধ্যমে বাল্য বিবাহ সম্পাদনে জড়িত সকল পক্ষে র সর্বোত্তম শাস্তির বিধান রাখা হয়েছে। বিবাহ সম্পাদনকারী কাজী-কেও এ শাস্তি থেকে রেহাই দেওয়া হয়নি। তিনি বলেন- কাজী যদি বিবাহ র‌্যাজিস্ট্রেশন না করেন তাহলে বিবাহই সংঘঠিত হবেনা। তিনি আজ রাজধানীর সিরড্যাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও প্লান  ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে Gender based violence-বিরোধী ১৬ দিনের কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ রঙ্গিন পৃথিবীর রঙ্গিন আলো, সকল নারী থাকুক ভাল, এই প্রতিপাদ্য নিয়ে ১৬ দিনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউএন উইম্যান বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনেটটিভ ক্রিঞ্চিনা হান্টার (Christine Hunter) , ইউএনএফপিএ এর কান্ট্রি রিপ্রেজেনেটটিভ আর্জেন্টিনা ম্যাটাভেল (Argentina Matavel Piccin), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুর রহমান, নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টোরাল প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ।

 

মোহাম্মদ আবুল খায়ের

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা।