মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা বিধানের লক্ষ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এ মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, জয়িতা ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমী ও নব প্রতিষ্ঠিত ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে নারী ও শিশুর উন্নয়ন তথা নারীর ক্ষমতায়ন, সমতা, সুরক্ষা ও অধিকার রক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
১৯৭২ সালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ১৭, ১৯,২৭, ২৮, এবং ২৯ অনুচ্ছেদের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে নারীর সম-অধিকার ও ক্ষমতায়ন এবং নারী ও শিশুর সুরক্ষার মাধ্যমে মর্যাদা সমুন্নত রাখার প্রক্রিয়া শুরু হয়। ১৯৭২ সনে “বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ড” গঠিত হয়। ১৯৭৪ সালে এ বোর্ডকে “বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন” এ রূপান্তর করা হয়, যা পরবর্তীকালে মহিলা বিষয়ক অধিদপ্তরে উন্নীত হয়। নারী-পুরুষ নির্বিশেষে অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু হয়। কিশোরীদের নেতৃত্ব বিকাশ, দেশপ্রেম ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে “গার্লস গাইড এ্যাসোসিয়েশন”কে নতুন ভাবে প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৯ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ প্রণয়নের আগেই ১৯৭৪ সালে শিশু আইন পাশের মাধ্যমে শিশুর অধিকার ও সার্বিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়।