Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ফেব্রুয়ারি ২০১৬

শিশু নির্যাতনের ঘটনা যেখানেই ঘটুক অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা নেয়ার নির্দেশ


প্রকাশন তারিখ : 2016-02-24

শিশু নির্যাতনের ঘটনা যেখানে ঘটুক না কেন মামলা দায়ের ক্ষেত্রে নির্যাতিত ব্যক্তি বা পরিবারকে অহেতুক হয়রানী না করে মামলা গ্রহণপূর্বক আনীত অভিযোগের বিষয়ে দ্রম্নত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এর ব্যাত্যয় হলে সংশিস্নষ্ট কর্মকর্তার বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সিদ্ধামত্ম হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি’র সভাপতিত্বে এক আমত্ম: মন্ত্রণালয় মিটিং-এ গতকাল এই সিদ্ধামত্ম গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিককালে শিশু নির্যাতন ও হত্যার প্রেক্ষেতে এই আমত্ম:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোছা: হাজেরা খাতুন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরম্নল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব জাহানারা বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহজাহান আলী, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মোঃ রেজাউল করিম, সমাজকল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসনে আরা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস।

সভায় আরও সিদ্ধামত্ম হয়-

  • জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণ প্রতিমাসে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় নারী ও শিশু নির্যাতন ও হত্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে্ আলোচনা করবেন;
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রতিটি এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি, এনজিও কর্মী, কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ নারী ও শিশু নির্যাতন ও হত্যা বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে্য বিভিন্ন কার্যক্রম গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবগত করবে;
  • শিশু শ্রম রোধে Special Drive দিতে হবে। শিশু শ্রম রোধকল্পে আইনের বাধ্যবাধকতার আওতায় আনয়নের লক্ষে্য একটি Frame work দাঁড় করতে হবে;
  • প্রতি শুক্রবারে জুম’আ নামাযের পূর্বে ইমামগণ পারিবারিক সৌহার্দ সৃষ্টি, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি, পারিবারিক নির্যাতন রোধের বিষয়ে আলোচনা করবেন;
  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে শিশু নির্যাতনের বিষয়ে নিয়মিত মনিটরিং কমিটি গঠন করতে হবে;
  • শিশু নির্যাতন ও হত্যা রোধকল্পে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে আরো উদ্যোগী হতে হবে;
  • স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে; এবং
  • সর্বোপরি শিশু হত্যা তথা যে কোন নৃশংস ঘটনার দৃষ্টামত্মমূলক শাসিত্মর বিষয়টি নিশ্চিত করতে হবে।

                                                                            (ঢাকা, ২৪ ফেব্রম্নয়ারী ২০১৬)

 

 

          (মোহাম্মদ আবুল খায়ের)

জনসংযোগ কর্মকর্তা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

ফোনঃ ৯৫৪৫২২৫, মোবাইলঃ ০১৭১৬-০৬৬৮৮৮