Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ নভেম্বর ২০১৯

জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচি ও জাতীয় সংলাপ


প্রকাশন তারিখ : 2019-11-25

ম‌হিলা ও শিশু বিষয়ক প্র‌তিমন্ত্রী ফ‌জিলাতুন নেসা ই‌ন্দিরা ব‌লে‌ছেন, ‌নারীর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে ১৯৯৫ সালের বেইজিং ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন ও সমতাভিত্তিক নির্যাতনমুক্ত সমাজ গঠনে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। একজন নারীও যেন নির্যাতনের স্বীকার না হয় সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আজ থেকে শুরু হয়ে ১৬ দিনব্যাপী এ আন্তর্জাতিক কর্মসূচি ও জাতীয় সংলাপ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আজ ২৫ নভেম্বর ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনাইটেড ন্যাশনস ইন বাংলাদেশ এর যৌথ আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচি ও জাতীয় সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবারের প্রতিপাদ্য " নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা।"আজকে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার ও বাংলাদেশে ইউএন রেসিডেন্ট কোর্ডিনেটর মিয়া সেপ্পো ও স্বাগত বক্তব্য দেন ড. আবুল হোসেন।