Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০১৮

শিশুরাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ - মেহের আফরোজ চুমকি, এমপি মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।


প্রকাশন তারিখ : 2018-10-11


ঢাকা, ১০ অক্টোবর, ২০১৮


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন,  শিশুরাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। বাংলাদেশের জনসংখ্যার মধ্যে প্রায় ২ কোটি শিশু। তাদের সঠিক ও যথাযথ যত্নের উপর  নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। শিশুদের মধ্যে অধিকাংশই কন্যা শিশু। কন্যা শিশুকে অবহেলা করে  উন্নত বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্ন। তিনি আজ সকালে রাজধানীর ইস্কাটনে মহিলা  বিষয়ক  অধিদপ্তরের  মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে  এক আলোচনা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

 

 মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা প্রমুখ। 

 

নাছিমা বেগম এনডিসি বলেন, দেশের অর্ধেক জনগোষ্টী নারী। নারীকে বাদ দিয়ে  দেশের অগ্রগতি  সম্ভব নয়।  আমরা এগিয়ে যেতে চাই।  সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে  এগিয়ে যেতে হবে।  সেই লক্ষে আমরা কাজ করছি। 

মাহমুদা শারমীন বেনু বলেন  সমাজে আজও  ছেলে ও মেয়ের  মধ্যে যে বৈষম্য  আছে তা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।  জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষ্যে  মহিলা বিষয়ক অধিদপ্তরের রচনা প্রতিযোগিতার আয়োজন  করেছে।  প্রতিমন্ত্রী রচনা  প্রতিযোগীতায়  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিজয়ীরা হলেন সামিয়া খান, জান্নাতুল  নাহিদা হীরা, নসরাত জাহান,  তাবাসসুম বিনতে আলম,  ফাইজা ফাতিমা,  ফারহানা হোসাইন শান্তা,  রাইসা  তাহসিনা, নান্না খান। 

 

তাছাড়া আলোনা  সভা শেষে  মহিলা বিষয়ক অধিদপ্তরের  কর্মকর্তা ও কর্মচারীদের  মধ্যে  যাদের সন্তানরা  এসএসসি ও এইচ এসসি  পরীক্ষায়  এ প্লাস পেয়েছে তাদের হাতে  বিশেষ পুরস্কার তুলে দেন।  

 

 ( মোহাম্মদ আবুল খায়ের )
  জনসংযোগ কর্মকর্তা
  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
ফোন ঃ ৯৫৪৫২২৫, মোবাইল ঃ ০১৭১৬-০৬৬৮৮৮