Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ August ২০১৮

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর humanitarian award for outstanding achievement অর্জন


প্রকাশন তারিখ : 2018-08-02

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়  ২০১৭ সালে বাল্য বিবাহের  বিরোধী  বছর ব্যপী এক প্রচারনার  সুচনা করে। প্রচারনার  মধ্যে ছিল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন রকমের  বিজ্ঞাপন চিত্র  প্রচার, লিফলেট বিতরন, সেমিনার, রোড শো প্রভৃতি।  এর মধ্যে PSA ( public  service  announcement)  সারা বছর বিভিন্ন টেলিভিশন  প্রচার করে। এই বিজ্ঞাপন চিত্রগুলি জনমনে খুব সারা সৃষ্টি করে।  পিএসএ সমুহের সৃজনশীলতা,  আবেদন, প্রাসঙ্গিকতা,  বস্তুনিষ্ঠতা বিবেচনায় এই গুলি অনেক আন্তর্জাতিক  এওয়ার্ড  অর্জন করে। তার মধ্যে রয়েছেন: 1) accolate  global  film competition 2017 humanitarian award for outstanding  achievement, 2)award of merit special  mention public  service programming, 3) award of excellence contemporary  issues / awarness  raising,  APAC effie award to the creative partner প্রভৃতি। গত ৩১ জুলাই ২০১৮ তারিখে হোটেল সোনারগাঁ  এ এক অনুষ্ঠানের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয়  প্রতিমন্ত্রীর হাতে humanitarian  award   for outstanding  achievement  তুলে দেন ইউনিসেফ এর দক্ষিন পূর্ব এশিয়ার রিজিওনাল  ডিরেক্টর  jean gough।