Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুলাই ২০১৯

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মা ও শিশু সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উম্মোচন


প্রকাশন তারিখ : 2019-07-24

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় একটি পুষ্টি সমৃদ্ধ মেধাবী মানবসম্পদ তৈরীতে অবদান রাখার লক্ষ্যে ০ থেকে ৪ বছর বয়স পর্যন্ত শিশুর সার্বিক উন্নয়ন রুপরেখা পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ২৪ জুলাই তারীখে শূন্য থেকে চার বছর বয়সী জনগোষ্ঠির জন্য একটি সমন্বিত পুষ্টি সংবেদনশীল মা ও শিশু সহায়তা কর্মসূচির লোগো উন্মোচন করার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। । জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান এনডিসি, ভারপ্রাপ্ত সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ ও রিচার্ড রাগান, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, জাতিসংঘ বিশ^খাদ্য কর্মসূচি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।


অনুষ্ঠানে মা ও শিশু সহায়তা কর্মসূচি কিভাবে মানব সম্পদ উন্নয়নে একটি কার্যকর বিনিয়োগ হতে পারে সে বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উপস্থাপনা করেন এবং কর্মসূচির ধারাবাহিক সম্প্রসারণ এর রুপরেখা তুলে ধরা হয়। পাশাপাশি প্রাক শৈশবকালে নিউরো কগনেটিভ উন্নয়ন, সামাজিক উদ্দিপনা ও পুষ্টির জোড়ালো আন্তঃসম্পর্ক তুলে ধরা হয় । মন্ত্রণালয়ের প্রত্যাশা, পুষ্টি সংবেদনশীল সামাজিক নিরাপত্তার এই কর্মসূচি একদিকে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করবে, শিশুর খর্বাকায় ও কৃশকায় হওয়া রোধ করবে, মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনবে, বুকের দুধ খাওয়া নিশ্চিত করবে অপরদিকে শিশুর সঠিক মানসিক ও মনো-সামাজিক বিকাশ ঘটিয়ে শিশুর প্রাক স্কুল প্রস্তুতিতে অবদান রাখবে। ২০২৫ সালের মধ্যে এই কর্মসূচির আওতায় ৭৫ লক্ষ শিশু ও তাদের পরিবার এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে