Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৫ তিন দিনব্যাপী পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ।


প্রকাশন তারিখ : 2025-01-16

ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ' এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের যে উৎসব পালিত হচ্ছে তার লক্ষ্য হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উদযাপন করা। সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পিঠা মেলা। 
তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৫  তিন দিনব্যাপী  পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান। 

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে তারুণ্যের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। তরুণ সমাজের যে আগ্রহ, উৎসাহ এবং অংশগ্রহণ, এ অংশগ্রহণের জন্যই তো তারুণ্যের উৎসব উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারুণ্য আমরা দেখেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে। 

 দেশ গড়ার কাজে তরুন সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমি তাদের এই অংশগ্রহণকে স্বাগত জানান এবং এই তারুণ্যের উৎসবের জন্যই দেশব্যাপী  জেলা ও উপজেলা পর্যন্ত নানা কার্যক্রম নেয়া হয়েছে। এ কার্যক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়গুলো সেখানে অংশগ্রহণ করেছে। এই তারুণ্যের উৎসব সার্বিকভাবে সারা দেশব্যাপী সফল হবে, তরুণ সমাজের অংশগ্রহণে আমাদের দেশ আরো এগিয়ে যাবে এ‌ আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে তিনি তারুণ্যের উৎসব পিঠা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের  বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন এবং তাদের তৈরিকৃত পিঠা খেয়ে ধন্যবাদ জানান। 

স্বাক্ষরিত 
মোঃ রফিকুল ইসলাম জনসংযোগ কর্মকর্তা 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 
বাংলাদেশ সচিবালয়, ঢাকা। মোবাইল ০১৭১৮৭২৩৮১৫