Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০২০

"রাজশাহী বিভাগে নির্বাচিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা"


প্রকাশন তারিখ : 2020-02-12

 

"রাজশাহী বিভাগে নির্বাচিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা" 

 

রাজশাহী বিভাগে নির্বাচিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি প্রধান অতিথি হিসেবে আজ ( ৯ ফেব্রুয়ারী, রবিবার) রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী বিভাগের নির্বাচিত জয়িতা ও পাচ শ্রেষ্ঠ জয়িতাদের ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ দশ হাজার টাকা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন। রাজশাহী বিভাগের আট জেলার পাচ ক্যাটাগরিতে ৪০ সংগ্রামী নারীর মধ্য থেকে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবির খোন্দকার এর সভাপতিত্বে জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, জেলা প্রশাসক মো. হামিদুল হক ও নারী নেত্রী শাহিন আকতার রেনী।  রাজশাহী বিভাগের নির্বাচিত পাচ শ্রেষ্ঠ জয়িতাঃ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা তানিয়া আজাদ, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতা রাশেদা খালেক, সফল জননী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন মোসা. হাসনে বানু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে জয়িতা হয়েছেন মোছা. আদুরী বানু ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাজশাহীর এবারের জয়িতা হয়েছেন মোসা. পারভীন আকতার।