Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২১

ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং সুষ্ঠু সবল পরবর্তী প্রজন্ম গঠনের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজস্ব-খাতের  অর্থায়নে শহর অঞ্চলে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী’  বাস্তবায়ন করছে । কর্মসূচির আওতায়   দরিদ্র কর্মজীবী গর্ভবতী ও দুগ্ধদায়ী মা’দেরকে সরকার নির্ধারিত হারে ভাতা প্রদানের পাশাপাশি শিশুর সঠিক পরিচর্যায় মা'দের ভূমিকা, শিশু স্বাস্থ্য খাদ্য ও পুষ্টিমান ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও  চট্টগ্রামে অবস্থিত বিজিএমইএ ও বিকেএমইএ এর পোশাক কারখানাসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় কর্মসূচি  পরিচালিত হচ্ছে।

 

লক্ষ্য ও উদ্দেশ্যঃ

 

§ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) অর্জন;

§  মা ও শিশুর মৃত্যুহার হ্রাস;

§  মা ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ;

§  সুস্থ্য ও সবল প্রজন্ম গঠন;

§  দারিদ্রতা নিরসন;

§  জীবনমান উন্নয়ন।

 

কার্যক্রমঃ

 

(ক) ভাতা বিতরণ :

চলতি বছরে কর্মসূচির মোট উপকারভোগীর সংখ্যা ২৫০,০০০ জন। মাসিক ভাতার পরিমাণ ৮০০ টাকা। একজন উপকারভোগী

একাধারে ৩ বছর ভাতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ সুবিধা প্রাপ্য হবেন।

 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “Strengthening Public Financial Management

 for social Protection (SPFMSP)”)  প্রকল্পের সহায়তায় “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল

 কর্মসূচি'র উপকারভোগীদের ডাটাবেজ করার জন্য একটি MIS প্রস্তুত করা হয়েছে। উক্ত MIS ব্যবহার করে G2P পদ্ধতিতে

 চলতি ২০১৮-১৯ অর্থ-বছর হতে কর্মসূচির ২৫০,০০০ জন উপকারভোগীর ভাতার অর্থ তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে স্থানান্তরকরা হচ্ছে।

 

(খ) প্রশিক্ষণ :

 

দারিদ্র নিরসন,মা ও শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধি,খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান, গর্ভাবস্থায় এবং প্রসব ও প্রসবোন্তর সেবা বৃদ্ধি, মা ও শিশুর স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা বোধ বৃদ্ধি, শিশুর সঠিক পরিচর্যা, শিশুর প্রারস্তিক বিকাশ, শিশুর অটিজম ও প্রতিবন্ধকতা সম্পর্কে মা’দের জ্ঞান প্রদান, বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি-্বস্থ্য পরিচর্যা, ইপিআই ও পরিবার পরিকল্পনা, শিশুর খাদ্য ও পু্টি এবং জীবন মান উন্নয়ন ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।