মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত শিশু দিবাযত্ন কর্মসূচির আওতায় কর্মজীবী মায়েদের শিশুদের (০৬ মাস হতে ০৬ বছর পর্যন্ত) দিবাযত্ন কেন্দ্র থেকে সেবা প্রদানের মাধ্যমে স্ব স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দেয়া হয়ে থাকে। শিশু দিবাযত্ন কর্মসূচির আওতায় রাজস্ব খাতভুক্ত মোট ৪৩টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হয়ে থাকে। ৪৩টি দিবাযত্ন কেন্দ্রে যোগাযোগের ঠিকানা পেতে নিম্নের লিঙ্ক এ ক্লিক করুনঃ
৪৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রের যোগাযোগ ঠিকানা
এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর এর অধীনে বাস্তবায়িত ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্রের মাধ্যমে ২০টি ডে কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে।
২০টি শিশু দিবাযত্ন কেন্দ্রের তালিকা সমূহ
জাতীয় মহিলা সংস্থার আওতায় পরিচালিত শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহ
ঢাকা শহরের কর্মজীবী মহিলাদের ছোট শিশু সন্তানদের দিবাকালীণ নিরাপত্তা ও দেখাশোনার জন্য ‘‘জাতীয় মহিলা সংস্থা কমপ্লেক্স’’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০০২ সাল থেকে একটি দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছে। এক বছর হতে ছয় বৎসর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৫০ আসন বিশিষ্ট এই দিবাযত্ন কেন্দ্রটি সরকারী ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবস সকাল ৮.৩০ মিঃ হতে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত খোলা থাকে। কেন্দ্রে আগত শিশুদের জন্য খেলাধুলা, ছবি আঁকা অক্ষর ও সংখ্যা পরিচিতিসহ কবিতা, ছড়া ইত্যাদি শেখানোসহ কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে।
জাতীয় মহিলা সংস্থার আওতায় গার্মেন্টস ও কারখানার নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার কর্মসুচি (২য় পর্যায়) এর মাধ্যমে ১৫টি দিবাযত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। কেন্দ্রসমূহের তালিকা