Wellcome to National Portal
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ সেপ্টেম্বর ২০১৬

শিশু অধিকার বিষয়ে প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে- মেহের আফরেজ চুমকি, এমপি, প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়


প্রকাশন তারিখ : 2016-09-29

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি বলেছেন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু অধিকার রক্ষায় সরকার আন্তরিক রয়েছেন। সরকার ইতিমধ্যে শিশু নীতি, শিশু আইন প্রণয়ন সহ শিশু অধিকার বিষয়ে আন্তর্জাতিক সকল সনদ অনুমোদন করেছে। প্রতিমন্ত্রী বলেন, সরকারের শক্তিশালী অঙ্গিকার থাকার পরও বাংলাদেশে এখনও শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা তাদের শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ কাজে তাদের শিশু সন্তনদের নিয়োজিত করছে। তাই বিভিন্নভাবে গৃহের অভ্যন্তরে এবং গৃহের বাহিরে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, দারিদ্র বিমোচনে সরকার বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরও অভিভাবকরা তাদের সন্তানদের গৃহস্থলি কাজে নিয়োজিত করছে যা অত্যন্ত দু:খজনক এবং মানবাধিকার ও শিশু অধিকার সনদের পরিপন্থি। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে প্রতিমন্ত্রী আহবন জানান। প্রতিমন্ত্রী আরো বলেন, পথশিশুদের পুনর্বাসনের জন্য সরকার কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু অনেক শিশু সরকারের এই সহযোগিতা নিতে চান না।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর শিশু একাডেমীর শহীদ মতিউর মুক্ত মঞ্চে সপ্তাহ ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনীর সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এবারের ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬’ প্রতিপাদ্য বিষয় ‘‘থাকবে শিশু সবার মাঝে ভলো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো।’’ প্রতিমন্ত্রী রাজনৈতিক কাজে শিশুদেরকে ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলির প্রতি আহবান জানান। বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশারফ হোসেন প্রমূখ।

নাছিমা বেগম এনডিসি বলেন, শিশুদের জন্য একটি শিশু বান্ধব রাষ্ট্র গঠনে সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিশু অধিকার রক্ষায় এবং বাংলাদেশকে একটি উন্নত ও জনকল্যান মূলক রাষ্ট্র গঠনে শিশু অধিকার রক্ষায় সকলকে কাজ করার জন্য তিনি আহবান জানান।  বিশ্ব শিশু দিবসের কার্যক্রম উদ্বোধন শেষে সকাল ১১:৩০ টায় সারা বাংলাদেশে শিশুদের অংশগ্রহণে বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমীর সামনে দোয়েল চত্বরে এই মানব বন্ধনে শিশুদের সাথে অংশগ্রহণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও একই মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি।

বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে:

৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার কন্যা শিশু দিবস ২০১৬ উপলক্ষে শিশু শোভাযাত্রা (চারুকলা ইন্সটিটিউট, শাহবাগ থেকেবাংলাদেশ শিশু একাডেমী)। লিফলেট, বুকলেট, পোষ্টার প্রকাশ, ক্রোড়পত্র প্রকাশ, জার্নাল প্রকাশ, কন্যাশিশুবার্তা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

০১ অক্টোবর ২০১৬ শনিবার সুবিধাবঞ্চিত পথ শিশু সমাবেশ চিত্রাংকন প্রতিযোগিতা, স্বল্প সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশুদের সমাবেশ, আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সুবিধা বঞ্চিত শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে স্বল্প সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে খেলাধূলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

০২ অক্টোবর ২০১৬ রবিবার সকাল ১০:৩০ টায় সিরডাপ মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালা।

৩ অক্টোবর ২০১৬ সোমবার বিশ্ব শিশু দিবস ২০১৬ এর উদ্বোধনী সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিপ্রেজেনটেটিভ, ইউনিসেফ বাংলাদেশ মি. এডওয়ার্ড বেগবেদার ও বাংলাদেশ শিশু একাডেমীর সম্মাননীয় চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  মেহের আফরোজ চুমকি এমপি। স্বাগত বক্তব্য রাখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি।

০৪ অক্টোবর ২০১৬ মঙ্গলবার সকাল : ১০.০০ টা থেকে বিকাল ৬.০০ টা পর্যন্ত অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কার্যক্রম, অটিজম বিষয়ক সেমিনার, শিশুদের চিত্র প্রদর্শনী, আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিসিমপুর অটিজম ওয়াক এরাউন্ডসহ বিভিন্ন কার্যক্রম। বিকেল ৬.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫ অক্টোবর ২০১৬ বুধবার সকাল : ১০.০০ টা থেকে ০১.০০ টা পর্যন্ত প্রারম্ভিক শৈশব বিষয়ক কার্যক্রম ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের শিশুদের সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা পর্ব, প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ  এবং শিশুদের অংশগ্রহণে ছড়া, গানের আয়োজন ।

বি.দ্র.: বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে প্রদর্শনী স্টলসমূহ প্রতিদিন সকাল ১০.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও  ২৯ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪.০০টা থেকে বিভিন্ন বিদ্যালয়, শিশু সংগঠন এবং বাস্তবায়নকারী সংস্থাসমূহের শিশুশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশিত হবে।

 

                                                                       (মোহাম্মদ আবুল খায়ের)

                         জনসংযোগ কর্মকর্তা

                    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

            ফোনঃ ৯৫৪৫২২৫, মোবাইলঃ ০১৭১৬-০৬৬৮৮৮